ইকোপার্কের পাশ থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৫৭ | আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ১৫:৪৩
বাগেরহাটে চন্দ্রমহল ইকোর্পার্কের পাশ থেকে দেলোয়ার হোসেন নিকারী (৩৫) নামের এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাতে বাগেরহাট সদর উপজেলার রনজিতপুর এলাকায় পার্কটির ২য় গেটের সামনের সুকুমার দাশের ভিটায় মরদেহটি পাওয়া যায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে চুলকাঠি পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা মরদেহটি উদ্ধার করে। তাঁর মাথায় ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে হত্যার শিকার ভ্যান চালকের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
নিহত দেলোয়ার হোসেন নিকারী বাগেরহাট সদর উপজেলার ভট্টে-কনকপুর গ্রামের মরহুম ইলাল নিকারীর পুত্র। তার এক সন্তান জ স্ত্রী রয়েছে।
স্থানীয়রা জানায়, এদিন দুপুরে নিহত দেলোয়ার নিকারী তার ভ্যানটি চন্দ্রমহল ইকোপার্কের ১ম গেটের সামনে জনৈক দোকানদার এর কাছে রেখে কয়েকজন সঙ্গির সাথে চলে যায়। রাতে লাশ হল, বুঝলাম না কি হল।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, বাগেরহাট সদর হাসপাতাল মর্গে নিহতের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করছি তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ হত্যাকারীদের শনাক্ত কাজ শুরু করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত