ইউসিবি’র আয়োজনে অনুষ্ঠিত হলো মোনাশ এন্ট্রি স্কলারশিপ প্রদান অনুষ্ঠান
 গ্রামনগর বার্তা রিপোর্ট
  গ্রামনগর বার্তা রিপোর্ট
                                    
                                    প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২১, ১৭:৩৯ | আপডেট : ১ নভেম্বর ২০২৫, ০৩:২১
 
                                        
                                    শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত বাংলাদেশে আন্তর্জাতিক মানের শিক্ষা সেবা প্রদানকারী একমাত্র প্রতিষ্ঠান ইউনিভার্সাল কলেজ অব বাংলাদেশ (ইউসিবি) সম্প্রতি সফলভাবে ‘মোনাশ এন্ট্রি স্কলারশিপ অ্যাওয়ার্ড সেরিমনি ২০২১’ আয়োজন করেছে। মোনাশ ইউনিভার্সিটি ফাউন্ডেশন ইয়ার প্রোগ্রামের ও-লেভেল এবং মোনাশ কলেজ ডিপ্লোমা (মোনাশ ইউনিভার্সিটি প্রথম বর্ষের সমমান) প্রোগ্রামের এ লেভেল/এইচএসসি-এর পূর্বের ফলাফলের ভিত্তিতে ইউসিবি’র মেধাবী শিক্ষার্থীদের মোনাশ কলেজ প্রোগ্রামের সম্মানজনক এন্ট্রি-লেভেল স্কলারশিপ দিয়ে সম্মানিত করা হয়।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসটিএস গ্রুপের গ্রুপ সিইও ড. সন্দীপ অনন্তনারায়াণন, ইউসিবি’র ডিন অব অ্যাকাডেমিক অ্যাফেয়ার্স অধ্যাপক সারওয়ার উদ্দিন আহমেদ, ইউসিবি’র হেড অব এনরোলমেন্ট জামাল উদ্দিন জামি, প্রতিষ্ঠানটির হেড অব মার্কেটিং আমিদ হোসেন চৌধুরী, প্যারেন্টস এনগেজমেন্ট কাউন্সেলর মির্জা কায়নাথ, পুরস্কার বিজয়ী শিক্ষার্থী এবং তাদের বাবা-মায়েরা। আগের অ্যাকাডেমিক ও এক্সটা কারিকুলার অ্যাকটিভিটিজের ওপর ভিত্তি করে স্কলারশিপের বিভিন্ন শর্ত পূরণ সাপেক্ষে ইউসিবে’তে শিক্ষার্থীরা ৪০ শতাংশ পর্যন্ত স্কলারশিপ সুবিধা পাবেন। যেসব শিক্ষার্থী মোনাশ এন্ট্রান্স স্কলারশিপ সনদ পেয়েছেন, তাদের পূর্ববর্তী অ্যাকাডেমিক রেকর্ডের ওপর ভিত্তি করে তারা ৩০ থেকে ৪০ শতাংশ বৃত্তি সুবিধা পাবেন। ২০ জন শিক্ষার্থী সম্মানজনক মোনাশ এন্ট্রি স্কলারশিপ সনদ লাভ করেছেন।
অনুষ্ঠানে প্যারেন্টস এনগেজমেন্ট কাউন্সেলর মির্জা কায়নাথ, এরপর ডিন প্রফেসর সারওয়ার উদ্দিন আহমেদ অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন, যেখানে তিনি পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার উদ্দেশে বলেন, “দায়িত্বশীলতার মাধ্যমেই বড় কিছু অর্জন সম্ভব”। ইউসিবি’র হেড অব মার্কেটিং আমিদ হোসাইন চৌধুরী বলেন, একজন মোনাশ অ্যালুমনি হিসেবে, মোনাশের মতো একটি বিশ্বসেরা প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়েছিলাম তখন আমি আপনাদের মতো একই ধরনের মোনাশ এন্ট্রান্স স্কলারশিপ গ্রহণ করেছিলাম। মোনাশ এখন ইউএস নিউজ এবং ওয়ার্ল্ড রিপোর্ট ২০২১ বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটি র্যাংকিংয়ে সেরা ৪০তম প্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়েছে।
ইউসিবি'র হেড অব এনরোলমেন্ট জামাল উদ্দিন জামি বলেন, “ইউসিবিতে জানুয়ারি ২০২১ এর ফাউন্ডেশন ইয়ার ইনটেক এবং মোনাশ ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার ইক্যুইভেলেন্ট ডিগ্রি ইনটেক ফেব্রুয়ারি ২০২১ -এর ভর্তি চলছে। বিভিন্ন ধরনের মানদণ্ড পূরণের মাধ্যমে শিক্ষার্থীরা একই ধরনের এন্ট্রান্স বৃত্তি পাবেন। এখানের শিক্ষার্থীরা ইউসিবি’র মোনাশ কলেজ প্রোগ্রামে নিয়ে এসে তাদের বন্ধুদের মোনাশ ইউনিভার্সিটির মতো বিশ্ব সেরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষাকার্যক্রম চলমান রাখতে সহায়তা করবে। অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে এসটিএস গ্রুপের সিইও সন্দীপ অনন্তনারায়াণন শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন; যা তাদের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তিনি বলেন, “মোনাশ স্কলারশিপের মতো সম্মানজনক পুরস্কার প্রাপ্তির বিষয়টি বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য গৌরবজনক মুহূর্ত। বাংলাদেশের মতো জায়গায় আন্তর্জাতিক শিক্ষা কার্যক্রমে অংশ নেয়ার জন্য এ ধরনের স্কলারশিপ বাংলাদেশের ভবিষ্যত তরুণদের উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করবে।”
অনুষদের সদস্য, অভিভাবক, শিক্ষার্থী ও অংশীজনেরা ‘মোনাশ এন্ট্রি স্কলারশিপ অ্যাওয়ার্ড সেরিমনি ২০২১’-এ অংশ নিয়ে এমন সুন্দর আয়োজনে অংশ নিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন; একইসঙ্গে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। অনুষ্ঠানটি ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ’র ১ গুলশান অ্যাভিনিউ ক্যাম্পাসের এসএ টাওয়ারে অনুষ্ঠিত হয়।  
 
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
 
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
            