আসছে সুদিন

  সাহিত্য ও সংস্কৃতি ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২২, ০৯:৫১ |  আপডেট  : ১৫ নভেম্বর ২০২৪, ০১:৩৭

সুনীল শর্মাচার্য
-------------------


ঘুমে ঘুমে রাত চুপিচুপিশেষ হলে---
জেগে উঠি সকালে স্বপ্ন দেখার ছলে।
খুব খুশি নিয়ে আকাশে চোখ রাখি
দেখি উড়ে যায় কনক আলোর পাখি,
নীল আরও নীল, আকাশের হাতছানি,
গাছপালা, ফুল নতুন করে জানি।

পুরনো রাস্তায় পড়ে নতুন খোয়া,
কাদাজল নেই,সব কিছু যেন ধোয়া।
নতুন পীচের রাস্তা উঠবে হেসে
বাউল ফকির হাঁটবে নিরুদ্দেশে!
পাতা ঝরা গাছে গজাবে নতুন কলি
আসছে সুদিন,এই শুধু বলাবলি।

ভোরের বাগানে শিউলিরা গাঢ় হলে
শিশিরের কণা মরকত হয়ে জ্বলে।
যত দিন যায় আরও বেশি ভালো লাগে
নতুন আশায় নিশিভোর কারা জাগে?
দূর হতে আসে নতুন হাওয়ার চিঠি
থাকছি সবাই মিলেমিশে পিঠাপিঠি!
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত