আসছে নতুন ওয়েব সিরিজ ‘বাঘে খায়’

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২২, ১৪:১০ |  আপডেট  : ৩ জানুয়ারি ২০২৫, ১৪:৫৭

ফাইল ছবি

দিন দুয়েক আগে প্রকাশ হয়েছে ট্রেলার। সেটা দেখেই আঁচ করা গেলো, কিডনি সংক্রান্ত বিষয়ে নির্মিত হয়েছে ওয়েব সিরিজটি। নাম ‘বাঘে খায়’। নির্মাণ করেছেন নোমান রবিন। এটি তার প্রথম ওয়েব সিরিজ, সেই সঙ্গে দীর্ঘ বিরতির পর প্রত্যাবর্তনের কনটেন্ট। তাই চেষ্টায় ত্রুটি রাখেননি।

নতুন একটি ওটিটি প্ল্যাটফর্ম যাত্রা করছে দেশে। এর নাম ‘আয়না’। সেখানেই প্রথম কনটেন্ট হিসেবে মুক্তি পাবে ‘বাঘে খায়’। যদিও এখনও মুক্তির তারিখ চূড়ান্ত হয়নি; তবে নির্মাতা জানালেন, নভেম্বরের মধ্যেই দর্শকের হাতের মুঠোয় চলে আসবে সিরিজটি।

এই সিরিজের প্রায় সবগুলো চরিত্রই নেতিবাচক। কেননা এর গল্প এগিয়েছে অবৈধ কিডনি বাণিজ্যের সঙ্গে যুক্ত কিছু মানুষকে ঘিরে। এসব চরিত্রে অভিনয় করেছেন রুনা খান, রাশেদ মামুন অপু, নানা শাহ, রিয়াজুল রিজু, কাজী নওশাবা আহমেদ প্রমুখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত