আলাদীনের দৈত্য চরিত্রে চাষী আলম
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২২, ১১:০৯ | আপডেট : ৫ জানুয়ারি ২০২৫, ১৯:৪৫
হাস্যরসে ভরপুর মজার এই অভিনেতার চরিত্র নিয়ে বরাবরই আগ্রহী দর্শক। ‘তোমার রান্নার হাতটা একটু দেখবো’- সংলাপটি একসময় মানুষের মুখে মুখে ছিলো। অবশ্য এখনো বন্ধুদের আড্ডায় প্রায়ই শোনা যায়। পর্দায় তুমুল জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ এর হাবু ভাই চরিত্রে অভিনয় করা চাষী আলমের মুখে বারবার উচ্চারিত সংলাপ এটি।
এবার নতুন চরিত্র নিয়ে আসছেন চাষী আলম৷ সেটি আরব্য রজনীর তুমুল জনপ্রিয় চরিত্র আলাদীনের দৈত্য। চাষীকে ‘এমন যদি হতো’ নামের বিশেষ সিরিজে দৈত্যের চরিত্রে দেখতে পাবেন দর্শক। সিরিজটি রচনা করেছেন রাজিবুল ইসলাম রাজিব। ১৯৫২ এন্টারটেইনমেন্ট প্রোডাকশনের ব্যানারে এটি প্রযোজনা করেছেন সাজু মুনতাসীর। সিরিজটি যৌথভাবে পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ ও সাইদুর রহমান রাসেল।
সিরিজে চাষী আলম ছাড়াও আরও বেশ কিছু ঐতিহাসিক ও অতীতের বিভিন্ন সময়ের জনপ্রিয় চরিত্র দেখা যাবে৷ এরমধ্যে দেবদাস চরিত্র নিয়ে হাজির হবেন অভিনেতা জোভান। ওপার বাংলার বিখ্যাত অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের আদলে মুকিত জাকারিয়াকে দেখা যাবে ঢাকার ভানু চরিত্রে৷
দর্শক সিরিজটি উপভোগ করবেন এমন আশা করছেন প্রযোজক। সিরিজটির নির্মাতা আবু হায়াত মাহমুদ জানান, শিগগির মাছরাঙা টিভিতে প্রচার হবে ‘এমন যদি হতো’।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত