আলহাজ্ব মোঃ আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত
প্রকাশ: ২২ মার্চ ২০২৩, ১৫:৩৩ | আপডেট : ৬ জানুয়ারি ২০২৫, ২১:২২
সৈয়দপুর আলহাজ্ব মোঃ আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
একইসাথে বিদ্যালয়টির ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২০ মার্চ বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা কর্তৃক মনোনীত বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন তোফাজ্জল।
আব্দুল্লাহ আল মামুন তোফাজ্জল জাজিরা সৈয়দপুর গ্রামেরই সন্তান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "আমরা অনেক কষ্ট করে বহুদূর হেঁটে, নৌকায় করে অন্য গ্রামে গিয়ে পড়াশুনা করেছি। তোমরা ভাগ্যবান এখন বাড়ির কাছে বিদ্যালয়ে পড়াশোনা করতে পারছো।" তিনি দেশের মানুষের মুক্তির জন্য বঙ্গবন্ধুর আত্মত্যাগের কথা এবং স্মার্ট বাংলাদেশ গঠনে মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ভূমিকাও তুলে ধরেন উপস্থিত সকলের সামনে।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা সভাপতি, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। বক্তৃতা পর্ব শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর মোঃ আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মজিবর রহমান। শুভেচ্ছা বক্তব্যে অংশ নেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চন্দ্র দাস।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্কুলের অভিভাবকবৃন্দ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত