আর্জেন্টিনার গোলে উল্লাস করতে গিয়ে যশোরে যুবকের মৃত্যু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২২, ০৯:৫১ |  আপডেট  : ৩ জানুয়ারি ২০২৫, ১৩:৪২

আর্জেন্টিনার গোলে উল্লাস করতে গিয়ে যশোরের ঝিকরগাছায় নিমার্ণাধীন সেতুর রডে বিদ্ধ হয়ে রাকিব হোসেন (২৫) নামে এক সমর্থকের মৃত্যু হয়েছে।

রোববার (১৮ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে। রাকিব হোসেন ঝিকরগাছা পৌরসভার কাটাখাল এলাকার আসলাম হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, রোববার রাতে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখার জন্য দুই সেতুর মাঝে পার্কে বড় পর্দার ব্যবস্থা করা হয়। ফ্রান্সের সঙ্গে খেলায় আর্জেন্টিনা দ্বিতীয় গোল দেয়ার পর সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন। 

এসময় উৎফুল্ল রাকিব পা পিছলে নির্মাণাধীন বেইলি ব্রিজের ওপর পড়ে যান। এতে পিঠে রড ঢুকে মারাত্মক আহত হন রাকিব। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত