‘আরজি কর’ কাণ্ডে সায়ানের কণ্ঠে প্রতিবাদী সুর
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪, ১১:৩৪ | আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৪:২৬
নিজে গান লেখেন, সুর দেন এবং গিটার হাতে নিজেই কন্ঠে তুলে নেন সেই গান। তার প্রতিটি গানেই ফুটে ওঠে অন্যায় আর অসংগতির বিরুদ্ধে শ্লেষাত্মক প্রতিবাদ। বলছি দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ানের কথা। ছাত্রদের আন্দোলনে তিনি ছিলেন রাজপথে। গেয়েছিলেন প্রতিবাদী গান। এবার কলকাতায় ধর্ষণ-হত্যার ঘটনায় কথা ও সুরে প্রতিবাদ জানিয়েছেন সায়ান।
কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে গান বেঁধেছেন সায়ান। এ আন্দোলন এখন পশ্চিম বাংলা থেকে গোটা ভারতে ছড়িয়ে পড়েছে। বিনোদন জগতের তারকারাও নেমেছেন রাজপথে।
এবার বিষয়টি নিয়ে গানে গানে প্রতিবাদ জানিয়েছেন সায়ান, চেয়েছেন বিচার। গত ১৩ আগস্ট নিজের ফেসবুক পেইজে পোস্ট করা ভিডিওতে তিনি সেখানকার নারীদের ‘রাত দখল’ কার্যক্রমে একাত্মতা প্রকাশ করেছেন। গানে গানে বলেছেন- ‘এই মেয়ে শোন এই রাত এই ভোর / যতখানি পুরুষের ততখানি তোর, এ শহর গ্রাম নদী এই পথঘাট / এখানে সাঁতার কাট এইখানে হাট, এখানে হাডুডু খেল্ কানামাছি ভোঁ / জীবনে যা কিছু চাস সব কিছু ছোঁ …’
ওই ভিডিওতে সায়ান জানান, কলকাতার মতো এমন সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা বাংলাদেশেও ঘটেছিল। সে রকম এক ঘটনার প্রতিবাদে তিনি এই গানটি বেঁধেছিলেন। সায়ান বলেন, ‘রাতের বেলা কোনো ঘটনা ঘটে গেলে, হত্যা, ধর্ষণ, সেটার জবাবদিহিতা মেয়েদেরকেই করতে হচ্ছে। কেন তারা রাতের বেলা বাইরে থাকবে! সেই জায়গা থেকে প্রতিবাদ ও প্রত্যাশা, পৃথিবীর সকল দেশে, সকল পথঘাট, সকল রাতে মেয়েদের জন্য উন্মুক্ত হোক। এবং ধর্ষণকে ধর্ষণ বলা হোক, হত্যাকে হত্যাই বলা হোক, সেখানে আঙুল যেন মেয়েদের দিকে তোলা না হয়।’
আক্ষেপ করে সায়ান বলেন, ‘মেয়েদের যে সংগ্রাম, নারীবাদের যে উদ্দেশ্য, সেখানে এখনও স্বাধীনতা আসেনি। যে দেশে যে দলই ক্ষমতায় আসুক না কেন, ঘটনা একই, মেয়েদের দিকেই আঙুল যায়। তার পোশাক কী ছিল, সে বিড়ি-সিগারেট খাচ্ছিল কি না? এত রাতে বাইরে কী করছিল? ব্যাপারটা এ রকম যে, সব মেয়েদেরই দোষ। এর তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ থেকে কলকাতার প্রতিবাদে সংহতি প্রকাশ করছি।’
মেয়েদের উদ্দেশে সায়ান বলেন, ‘পৃথিবী দখল করুন। লড়াইটা আপনাকেই করতে হবে, ডান-বাম-উত্তর-দক্ষিণ যে রাজনীতিই চলুক না কেন। মেয়েদের সংগ্রাম, মেয়েদের জন্য পৃথিবীকে মুক্ত করা স্বাধীন করা মেয়েদেরই কাজ। রাতের পৃথিবী দখল করুন, আমি আছি আপনাদের সঙ্গে।’
এরই মধ্যে তিন লাখের বেশি শ্রোতা শুনে ফেলেছেন গানটি। শেয়ারও হচ্ছে প্রতিনিয়ত। মন্তব্যের ঘরে কলকাতার শিল্পীরাও তাকে ধন্যবাদ জানাচ্ছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত