আম উপহারের সৌজন্যতা আমার হৃদয় ছুঁয়েছে: শেখ হাসিনাকে মোদীর চিঠি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৯ জুলাই ২০২১, ১৪:৩০ |  আপডেট  : ২৮ মার্চ ২০২৫, ০৫:১৪

উপহারের হাড়িভাঙা আম পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দে মোদী চিঠিতে লিখেন, আম উপহারের সৌজন্যতা আমার হৃদয় ছুঁয়েছে।

ঢাকা সফরকালে আমাকে যে অসাধারণ আতিথেয়তা দেওয়া হয়েছিল, এই আম উপহার সেটাকে স্মরণ করিয়ে দিলো।

কোভিড-১৯ মহামারিকালে নানা ধরনের প্রতিবন্ধকতা থাকলেও দু’দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সমুন্নত করেছে। করোনাকালেও আমাদের দ্বিপক্ষীয় বিষয়গুলো এগিয়ে চলেছে, যেটা আমাদের উভয়ের জন্য ভালো।

প্রতি বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমের মৌসুমে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের আম উপহার দেন। এবারও ব্যতিক্রম হয়নি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি রামানাথ কোবিন্দকে আম উপহার পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের শীর্ষ নেতাদের জন্য গত ৪ জুলাই বেনাপোল বন্দর দিয়ে প্রধানমন্ত্রী ২ হাজার ৬শ কেজি আম পাঠিয়েছেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত