আমি সিঙ্গেল : প্রভা

  বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৫৬ |  আপডেট  : ২৮ নভেম্বর ২০২৪, ০২:৫১

তারকাদের প্রেম-বিয়ে-বিচ্ছেদ নিয়ে ভক্তদের তুমুল আগ্রহ। এই যেমন কিছুদিন আগে, ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার সঙ্গে গায়ক ইমরান মাহমুদুলের প্রেমের গুঞ্জন; শিরোনাম হয়েছিল খবরের পাতায়। অন্তর্জালে আলোচনায় মেতেছিলেন নেটিজেনরা।

তবে সেই গুঞ্জন অস্বীকার করে ইমরান-প্রভা দুজনেই বলেছিলেন তাঁদের সম্পর্ক শুধুই বন্ধুত্বের।

এবার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা নিজেকে সিঙ্গেল দাবি করেছেন। ইনস্টাগ্রামে একটি লাল পোশাকের ছবি পোস্ট করে এই অভিনেত্রী জনপ্রিয় এক ক্যাপশন জুড়েছেন, লিখেছেন ‘পৃথিবীর দুটি জিনিস কখনো লুকিয়ে রাখা যায় না, তা হলো প্রেম আর লাল জামা।’

তবে ক্যাপশনের শেষে অভিনেত্রী নোট জুড়ে দিয়ে জানিয়েছেন, আমি সিঙ্গেল। সঙ্গে আছে হাসির ইমোজি।

এর আগে ২০২০ সালে বিয়ের পরিকল্পনা প্রসঙ্গে এনটিভি অনলাইনকে প্রভা জানিয়েছিলেন, আপাতত বিয়ের পরিকল্পনা নেই প্রভার। তবে বলেছিলেন, সময় বলে দেবে। তার মানে, ভবিষ্যতে ফের বিয়ের সানাই শুনতে পারেন ভক্তরা। এ সম্ভাবনা তো রইলই।

গণমাধ্যমের খবর, ২০১০ সালে বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে বিয়ে করেছিলেন সাদিয়া জাহান প্রভা। সেই সম্পর্ক ভেঙ্গে যায় ব্যক্তিগত ভিডিও প্রকাশের জেরে। এরপর ফের বিয়ে করেছিলেন এই অভিনেত্রী, সেই সংসারও স্থায়ী হয়নি বেশিদিন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত