আমরা দিনের ভোট রাতে করতে চাই না: খোকন

  এসআর শফিক স্বপন মাদারীপুর   

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪৪ |  আপডেট  : ১৩ মার্চ ২০২৫, ২০:২২

‘আমরা দিনের ভোট রাতে করতে চাই না, জনগণ যদি আমাদের ভোট দেয় এবং আল্লাহ যদি আমাদের বিজয় দেন, তাহলে আমরা দেশ ও জনগণের সেবা করার সুযোগ পাবো।’  বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন একথা   বলেন।

রবিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মঠের বাজারে ইউনিয়ন যুবদলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘হাসিনা সরকার দীর্ঘদিন ক্ষমতা দখল করে জনগণকে জিম্মি করে রেখেছে, বিনা ভোটে সরকার গঠন করেছে এবং গণভবন দখল করে প্রধানমন্ত্রী সেজে বসে আছে।’

এ সময় মাদারীপুর সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নাহিদুজ্জামান খান নাহিদের সভাপতিত্বে এবং সদস্য সচিব এস এম তুহিনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, জেলা বিএনপির সাবেক যুববিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম মাতুব্বর, জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারী, জেলা মুক্তিযোদ্ধাদলের সভাপতি ইউনুস শিকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক চৌধুরী আল মামুন, যুগ্ম আহ্বায়ক শাহিন মৃধাসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত