আমরা কোথায় যাচ্ছি

  বিচিত্র কুমার

প্রকাশ: ২০ এপ্রিল ২০২১, ১৯:৫৬ |  আপডেট  : ২৫ মার্চ ২০২৫, ০৩:২৯

আমরা কোথায় যাচ্ছি
তা কে বলতে পারে?
খালি চোখে দেখতে পাচ্ছিনা
অদৃশ্য ভাইরাসটারে।

কী যে হবে আমাদের
আজ ভাবছি সারাক্ষণ, 
দীর্ঘশ্বাসে সুসময় যাচ্ছে চলে
মাথা ঘোরে ভনভন। 

থমকে গেছে ব্যস্ত পৃথিবী
করোনা  বহুরূপে,
লণ্ডভণ্ড করছে দেশ-বিদেশে
শতশত মানুষ মরছে ধুকেধুকে।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত