আবারও মুকেশ আম্বানির গোটা পরিবারকে প্রাণনাশের হুমকি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৬ অক্টোবর ২০২২, ১০:২৩ |  আপডেট  : ১৮ ডিসেম্বর ২০২৪, ১৫:৩১

খুনের হুমকি দেওয়া হয়েছে মুকেশ আম্বানী, তার পত্নী নীতা, দুই পুত্র আকাশ ও অনন্ত আম্বানীকেও। হাসপাতাল উড়িয়ে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে রিলায়্যান্স কর্ণধার মুকেশ আম্বানীকে আবারও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে বেশ চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

খবরে বলা হয়, গতকাল বুধবার স্যার এইচ এন রিলায়্যান্স ফাউন্ডেশন হাসপাতালে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ফোন করে হুমকি দেয় বলে অভিযোগ করা হয়েছে। তবে কে বা কারা ফোন করে এই ধরনের প্রাণনাশের হুমকি দিয়েছে তার তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ। এ ঘটনায় ডিবি মার্গ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। 

সূত্র জানায়, গতকাল বুধবার দুপুর ১২টা ৫৭ মিনিট নাগাদ হাসপাতালের ল্যান্ডলাইন নম্বরে ফোন করে হুমকি দেওয়া হয়। হাসপাতালটিকেও ওড়ানোরও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। 

প্রসঙ্গত, চলতি বছরের আগস্ট মাসেও মুম্বাইয়ের ঐ হাসপাতালে হুমকি দিয়ে ফোন এসেছিল বলে অভিযোগ ওঠে। সেবার আট বার ফোন করে মুকেশের পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে দাবি করা হয়েছিল। তদন্তে আফজল নামে এক যুবককে গ্রেফতার করেছিল পুলিশ।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত