আবারও গাজায় হামলা, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৬ নভেম্বর ২০২৩, ১১:৩০ |  আপডেট  : ২২ মে ২০২৪, ০২:২৪

আবারও একটি ভয়াবহ রাত কাটালো গাজা। অবরুদ্ধ গাজার জাওয়াইদা অঞ্চলে রোববার রাতে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা খবরটি নিশ্চিত করেছে।

ইসরায়েলি সেনারা প্রতিদিনই তাদের হামলা অব্যাহত রেখেছে। জাওয়াইদা ফিলিস্তিনি ভূখণ্ডের দক্ষিণে দেইর আল-বালাহ এবং উত্তরে নুসিরাত এবং বুরেজ শরণার্থী শিবিরের মধ্যবর্তী অংশে অবস্থিত। সেখানে যুদ্ধ শুরুর পর সবচেয়ে শক্তিশালী বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এমনটাই দাবি করছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। 

গাজা উপত্যকার উত্তরে বেশ কয়েকটি হাসপাতালের আশেপাশে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। রোববার সন্ধ্যায় হামাস সরকারের মিডিয়া অফিসের প্রধান সালামা মারুফ বলেন, এক ঘণ্টারও বেশি সময় ধরে হাসপাতালের আশেপাশে তীব্র  হামলা চলছে। বিশেষ করে ফিলিস্তিনির বৃহত্তম হাসপাতাল আল শিফা-এর আশেপাশে হামলা হয়েছে।

এদিকে গাজায় রোববার হামলার আগে ইন্টারনেট, মোবাইল সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছে ইসরায়েল।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গাজায় চলমান যুদ্ধে অন্তত ৪,০০৮ শিশু নিহত হয়েছে আর মোট  নিহতের সংখ্যা দাঁড়িয়েছে  ৯,৭৭০।

 

কা/আ

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত