আপিল বিভাগ সুন্দর করে রায় দিয়েছেন, আমি অত্যন্ত খুশি: জায়েদ
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১০:২৯ | আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ২১:৪৭
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে সোমবার (১৪ ফেব্রুয়ারি) আপিল বিভাগ যে আদেশ দিয়েছেন তাতে সন্তোষ প্রকাশ করেছেন চিত্রনায়ক জায়েদ খান।
এদিন সকালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে ৬ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চের শুনানিতে বলা হয়, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ শূন্যই থাকবে।
এরপর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় জায়েদ খান বলেন, আমি রায়ে অত্যন্ত খুশি এবং আপিল বিভাগ সুন্দর করে রায় দিয়েছেন। আদালত বলেছেন, রিট মেইটেইনঅ্যাবল। আমাদের যেটা মনে হয়েছে, আগামীকাল হাইকোর্ট বিভাগে এটার শুনানি করার কথা রয়েছে। আশা করি আমরা ন্যায় বিচার পাব। যেটা সত্য সেটা বেরিয়ে আসবে। সর্বোচ্চ আদালতের আজকের রায়ে আমি খুশি।
তিনি বলেন, এটা দুঃখজনক। কারণ শিল্পীদের এত ভোটে তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েও আজকে ভালোবাসা দিবসে কোর্টের বারান্দায় থাকতে হবে, এটা আসলে আমার জন্য খুবই কষ্টদায়ক। এটা আজকে কোনো একটা শুটিং থাকত বা কোনো কাজে থাকতাম কিন্তু যেকোনো কারণেই হোক, আমার সহকর্মীর কারণে আমি আজ এখানে। তো আমার যেটা মনে হয় সত্যটা বেরিয়ে আসবে ইনশাআল্লাহ। ভালোবাসা দিবসে সেই প্রত্যাশা থাকবে। ভালোবাসা দিবসে ভালোবেসে সত্যের জয় হবে, অসত্যের পরাজয় হবে, সেই প্রত্যাশা আমার, ইনশাআল্লাহ।
প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হওয়া বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফলে সাধারণ সম্পাদক পদে জয়ী হন জায়েদ খান। কিন্তু তার প্রার্থিতা বাতিল করে নিপুনকে জয়ী ঘোষণা করা হয়। ৫ ফেব্রুয়ারি নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান এ ঘোষণা দেন। এরপর থেকেই আইনি লড়াই চলছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত