আন্দামানে লঘুচাপের আভাস, শুক্রবার হতে বাড়তে পারে বৃষ্টি
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪৯ | আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ১২:৩৭
উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদরা বলছেন, লঘুচাপটি নিম্নচাপে পরিণত হতে পারে, যার প্রভাবে পরদিন শুক্রবার থেকে দেশে বৃষ্টিপাত বাড়তে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চলে এবং বাকি বিভাগগুলোর দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির হতে পারে। সেই সঙ্গে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত