আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে এবার বাংলাদেশের পতাকা নিয়ে যাবেন গজারিয়ার নাহিয়ান
প্রকাশ: ৬ জুলাই ২০২২, ২০:০৫ | আপডেট : ৭ জানুয়ারি ২০২৫, ১৫:২০
মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা ৬ থেকে ১৬ জুলাই নরওয়ের অসলোতে বসছে ‘গণিতের বিশ্বকাপ’। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) ৬৩তম আসরে বাংলাদেশের পতাকা নিয়ে যাবেন ছয় শিক্ষার্থী। এর সাথে গজারিয়ায় সন্তান এস এম এ নাহিয়ান ও যাবেন।সামসুল হক খান স্কুল এন্ড কলেজ বর্তমান এসএসসি পরীক্ষার্থী।
এবার প্রায় শতাধিক দেশের পাঁচ শতাধিক শিক্ষার্থী গণিতের বিশ্ব লড়াইয়ে অংশ নেবেন। মুন্সিগঞ্জ জেলা গজারিয়া উপজেলা টেঙ্গারচর ইউনিয়নে বৈদ্যারগাঁও গ্রামে মোঃ নুরুল আমিন ছেলে।তার বাবা জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো অফিসার, শরীয়তপুর, মা,শাহনাজ আক্তার সিনিয়র সহকারী শিক্ষ পালং উচ্চ বিদ্যালয়, শরীয়তপুর। বড় বোন জান্নাতুল ফেরদৌস নওরিন বুয়েট বিশ্ববিদ্যালয়,,ঢাকা সিভিল পড়ালেখা করে।
বুধবার থেকে নরওয়ের অসলো’তে বসছে ৬৩তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড। তবে শিক্ষার্থীদের নিয়ে মূল উদ্বোধন হবে ১০ জুলাই। পরের দুইদিন পরীক্ষা। ১৮তমবারের মতো আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ।
এই চ্যালেঞ্জে যোগ দিতে আগামী ৮ জুলাই বাংলাদেশের পতাকা নিয়ে অসলোতে যাাচ্ছে ছয় খুদে গণিতবিদ। এরা হলেন সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের এস এম এ নাহিয়ান, নটর ডেম স্কুল অ্যান্ড কলেজের মো. আশরাফুল ইসলাম ফাহিম ও তাহমিদ হামিম চৌধুরী, সরকারি আনন্দ মোহন কলেজের তাহজিব হোসেন খান, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নুজহাত আহমেদ দিশা এবং ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের মো. ফোয়াদ আল আলম।
এই নিয়ে ১৮তম বারের মতো গণিত অলিম্পিয়াডে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। এখন পর্যন্ত বাংলাদেশ দলের অর্জন ১টি সোনা, ৭টি রুপা, ৩১টি ব্রোঞ্জ ও ৩৩টি সম্মানজনক স্বীকৃতি।৪১ হাজার ৩৫০ জন থেকে ৬ জন এ বছর জাতীয় গণিত অলিম্পিয়াডের জন্য সারা দেশ থেকে অনলাইনের মাধ্যমে নাম নিবন্ধন করেছিল ৪১ হাজার ৩৫০ শিক্ষার্থী। প্রথম পর্যায়ে অনলাইনে তিন ধাপে বাছাই অনুষ্ঠিত হয়েছে। এরপর বিভাগীয় অলিম্পিয়াডের বিজয়ী ৯০৯ জনকে নিয়ে গত ১১ মার্চ ঢাকার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে অনুষ্ঠিত হয় জাতীয় গণিত উৎসব।
জাতীয় গণিত উৎসবের সেরা ৪২ জন অংশ নেওয়ার সুযোগ পান জাতীয় গণিত ক্যাম্পে। সেখান থেকে বাছাই করা ১৮ জনকে নিয়ে হয় বিশেষ গণিত ক্যাম্প। আর সব শেষে বিশেষ ক্যাম্পের ফলাফলের ভিত্তিতে গণিত অলিম্পিয়াডের কোচ মাহবুব মজুমদারের সুপারিশ অনুযায়ী আইএমও ২০২২-এর জন্য ছয় শিক্ষার্থীকে নির্বাচন করা হয়। ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এবং প্রথম আলোর ব্যবস্থাপনায় এই পুরো আয়োজনের তত্ত্বাবধান করে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।
২০১৬, ২০১৭ ও ২০১৯ সালে জাতীয় গণিত উৎসবে চ্যাম্পিয়ন হয়েছেন এস এম এ নাহিয়ান। ২০২১, ২০২২—পরপর দুই বছর হয়েছেন চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়নস। আইএমওতে এবারই প্রথম অংশ নিচ্ছেন তিনি। তবে নাহিয়ান জানান, সেরাটা দেওয়ার চেষ্টা করবেন।
বাবা নুরুল আমিন বলেন, এবারই প্রথম আইএমওতে যাচ্ছেন আমার ছেলে। ভালো ফল করে সে যাত্রাটা স্মরণীয় করে রাখতে চান। আমার ছেলের জন্য গজারিয়া ও দেশবাসী দোয়া করিবেন যাতে সে তার দক্ষতা দিয়ে ভালো ফলাফলটা নিয়ে আসতে পারে।
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এই দলের সঙ্গে গণমাধ্যমকর্মীদের পরিচয় করিয়ে দেয় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। পরিচয় করিয়ে দেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সহসভাপতি অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল৷
সংবাদ সম্মেলনে ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) সহিদুর রহমান খান, প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম ও বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশের ছয় প্রতিযোগী ছাড়াও এবারের আয়োজনে আরও যাচ্ছেন গণিত অলিম্পিয়াড দলের কোচ মাহবুব মজুমদার, সাবেক আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড দলের সদস্য আসিফ-ই-এলাহি, তাহনিক নূর সামীন এবং বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সমন্বয়ক বায়েজিদ ভুঁইয়া।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত