আদমদীঘি রক্তদহ বিলে ভ্রাম্যমান অভিযানে চায়না দুয়ারী জাল জব্দ
প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২২, ১৮:৫৮ | আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ০৭:৩৭
বগুড়ার আদমদীঘির রক্তদহ বিলে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে প্রায় দুই লক্ষ টাকা মূল্যের ২৫০০ মিটার নিষিদ্ধ চায়না দুয়ারী রিং জাল ও ১০০ মিটার ক্যারেন্ট জাল জব্দ করেছে। সোমবার বেলা ১১ থেকে বিকেল ৩ টা পর্যন্ত রক্তদহ বিলে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করে ভ্রাম্যমান আদালত। এসময় ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে রক্তদহ বিলে মৎস্য আহরণকারী পালিয়ে যায়। পরে জব্দকৃত চায়না দুয়ারী ও ক্যারেন্ট জাল গুলো বিকাল সাড়ে ৪টায় উপজেলা চত্ত¡রে ভ্রাম্যমান আদালতের এ·িকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়ের উপস্থিতিতে আগুন লাগিয়ে পুড়ে ফেলা হয়। এসময় সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত