আদমদীঘির সান্তাহারে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২২, ১৯:৫৭ |  আপডেট  : ৯ এপ্রিল ২০২৪, ১৩:১৬

দেশব্যাপী বিএনপি-জামায়তের সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রতিবাদে বগুড়ার আদমদীঘির সান্তাহারে আওয়ামী লীগের বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আছর সান্তাহার দলীয় কার্যালয় থেকে বি¶োভ মিছিলটি বের হয়ে বিপি স্কুল মোড়, রেলগেট, মুক্তিযোদ্ধা চত্বর, হাটখোলাসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে। মিছিল শেষে সান্তাহার পৌর ও ইউনিয়ন আওয়ামীলীগের যৌথ আয়োজনে সং¶িপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়। পৌর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সদস্য আশরাফুল ইসলাম মন্টু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক নিসরুল হামিদ ফুতু, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, জাহিদ আহসান পিয়াল, উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মন্টি প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন- সান্তাহার পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এসএম জাহিদুর বারী, সান্তাহার ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি, ইউনিয়ন আওয়ামীলীগের সভপতি জাহাঙ্গীর খান, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ফিরোজ হোসেন চন্দন, আওয়ামীলীগ নেতা মনোয়ার জাহিদ রোকন, সোহেল ও রাজ্জাকসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। 

বক্তারা বলেন, বিএনপি ষড়যন্ত্রের রাজনীতি বাদ দিয়ে নির্বাচনের মাঠে আসুক, জনগণ যদি তাদের ভোট দেয় তাহলে তারা ¶মতায় যাবেন। তা না হলে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করলে জনগন তাদের জবাব দিবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত