আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা এল.কে. আবুল আর নেই
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২২, ১৮:৫৩ | আপডেট : ৮ জানুয়ারি ২০২৫, ০৯:১৬
বগুড়ার আদমদীঘি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা ও ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এল.কে আবুল হোসেন (৮২) চলে গেলেন না ফেরার দেশে। গত রোববার দিবাগত রাত সাড়ে ১২ টায় তার উপজেলার সান্তাহারস্থ বাসভবনে হৃদযন্ত্র ক্রীয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন(ইন্নাল্লিহি---রাজিউন)। মৃত্যকালে সে স্ত্রী, ৫ ছেলে ৪ মেয়ে নাতি-নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। পরদিন গতকাল সোমবার বাদ জোহর মরহুমের নামাজা জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোড়স্থানে দাফন সম্পন্ন করা হয়। বীরমুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাকালীন কমান্ডার এল.কে.আবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আদমদীঘি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এাাডঃ শেখ কুদরত-ই-এলাহী কাজল, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ,সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবির উদ্দীন খান, বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমান সহ সকল বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণীপেশার নের্তৃবৃন্দ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত