আদমদীঘিতে ৮ কেজি গাঁজা’সহ দুই মাদক ব্যবসায়ী আটক
প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩২ | আপডেট : ৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪৫
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার বাইপাস সড়কের আনিকা ফিলিং ষ্টেশন এলাকা থেকে ৮ কেজি গাাঁজা’সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি দল। বুধবার সকালে একটি নম্বরবিহীন মিনিট্রাক থেকে ওই পরিমান গাঁজা উদ্ধার করা হয়। আটক মাদক ব্যবসায়ারী হলেন,লালমনিহাট জেলার হাতিবান্ধা উপজেলার বড়খাতা গ্রামের তৈয়ব আলীর ছেলে মাহাদী খান এবং নাটোরে জেলার উত্তর চৌকিরপাড়ার গ্রামের ফনিচন্দ্র চৌধুরীর ছেলে নয়ন কুমার ।
মাদক দ্রব্যনিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক আসলাম হোসেন জানান, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সান্তাহার শহরের আনিকা ফিলিং ষ্টেশনের নিকট থেকে ওই মিনি ট্রাকে পলিথিন মোড়কে লুকানো অবস্থায় ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আদমদীঘি থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় আদমদীঘি থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বগুড়া আদালতে পাঠানো হয়েছে ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত