আদমদীঘিতে ৪ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রেপ্তার

  মোঃ হেদায়েতুল ইসলাম (উজ্জল)

প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৪৪ |  আপডেট  : ৬ জানুয়ারি ২০২৫, ২২:১৪

বগুড়ার আদমদীঘিতে একটি বাসে তল্লাশি করে ৪ কেজি গাঁজাসহ এক যাত্রীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেপ্তার নাজমুল মিয়া ব্রাহ্মনবাড়িয়া জেলার বিজয় নগর থানার ফতেপুর গ্রামের শাহাদাত আলীর ছেলে। গতকাল শনিবার দুপুরে আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দিয়ে তাকে বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, শনিবার সকালে চট্টগ্রাম থেকে নওগাঁগামী নওগাঁ ট্রাভেলস নামে একটি বাসে মাদক নিয়ে যাচ্ছিলেন যাত্রী নাজমুল মিয়া (২৮)। এমন তথ্যের ভিত্তিতে উপজেলার পূর্ব ঢাকা রোড় নামক স্থানে ওই বাসটি পৌঁছলে তল্লাশি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বগুড়া ‘খ’ সার্কেলের সদস্যরা। তল্লাশি কালে ওই যাত্রীর কাছে থাকা প্লাস্টিকের ব্যাগের ভিতরে কাপড় দ্বারা মোড়ানো গাঁজা ৪ কেজি উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত