আদমদীঘিতে ৩০ গৃহহীন পরিবার পেলো প্রধানমন্ত্রীর উপহারের ঘর

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২১ জুলাই ২০২২, ২০:৪৯ |  আপডেট  : ৫ জানুয়ারি ২০২৫, ০০:৪৩

"আশ্রয়নের  অধিকার শেখ হাসিনার উপহার"এই শ্লোগানকে সামনে রেখে মুজিব শতবর্ষ উপল¶ে বগুড়ার আদমদীঘিতে (৩য় পর্যায়ে ২য় ধাপে) ৩০টি গৃহহীন ও ভুমিহীন পরিবার পেলো প্রধানমন্ত্রীর উপহারের ঘর। গতকাল বৃহস্প্রতিবার মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফােনেন্সর মাধ্যমে সারাদেশে আশ্রয়নের ঘর হস্তান্তরের উদ্ধোধন করেন। আদমদীঘি উপজেলা হলরুমে এ লক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার শ্রাবনী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল, থানার এসআই কাওসার আলী, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, প্রথম আলো সাংবাদিক খায়রুল ইসলাম, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল হক মন্টু, ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, আব্দুস সালাম, আব্দুল হক আবু, বিআরডিবি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু, পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক মিহির কুমার সরকার প্রমুখ। পরে ৩০টি গৃহহীন ও ভুমিহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘরের চাবি হস্তান্তর করা হয়।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত