আদমদীঘিতে ২৩৮ পিস নেশার এ্যাম্পল সহ এক নারী গ্রেপ্তার
প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৩, ১২:০৪ | আপডেট : ৮ জানুয়ারি ২০২৫, ১৮:২৫
বগুড়ার আদমদীঘিতে ২৩৮ পিস এ্যাম্পুল সহ মলেজান বেগম মলি (৫৭) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। গতকাল সোমবার দুপুরে সান্তাহার রেলওয়ে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে তাকে বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত মলেজান বেগম মলি নওগাঁ জেলার আত্রাই উপজেলার সাহাগোলা এলাকার ফিরোজ হোসেনের স্ত্রী।
সান্তাাহার রেলওয়ে থানা পুলিশ সুত্রে জানা যায়, সোমবার সকালে রাজশাহী গামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে মাদক পাচারের উদ্দেশ্য যাচ্ছিলেন মাদক কারবারি মলেজান বেগম মলি। গোপন সংবাদের ভিত্তিতে ওই ট্রেনে অভিযান চালিয়ে ২৩৮ পিস মাদকদ্রব্য এ্যাম্পুল সহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনর্চাজ মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত