আদমদীঘিতে ১৬৪ মহন্তের ভোগ মহোৎসব অনুষ্ঠিত

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১০ মে ২০২৪, ২০:০৪ |  আপডেট  : ১৩ ডিসেম্বর ২০২৪, ১৬:২৭

বিশ্ব শান্তি মানবতার কল্যান কামনায় দেশ মাতৃকার ও জাতির মঙ্গলার্থে হরিনাম সংকীর্তন মেলা, শ্রী শ্রী মহাপ্রভু ও ১৬৪ মহন্তের ভোগ মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার আদমদীঘি উপজেলা সান্তাহার রেলওয়ে মন্দির সংকীর্তন ও ভোগ মহোৎসবের আয়োজন করেন। প্রদীপ প্রজ্বালিয়ে মঙ্গলঘট স্থাপন ও শুভঅধিবাসের মাধ্যমে বৃহস্প্রতিবার সন্ধ্যায় অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। শুক্রবার শ্রীশ্রী মহাপ্রভু ও ১৬৪ মহন্তের ভোগ মহোৎসব অন্তে প্রায় তিন হাজার ভক্তদের মাঝে প্রসাদ বিতরন করা হয়। সান্তাহার রেলওয়ে মন্দির কমিটির সভাপতি সুভাষ ঘোষ ও সাধারন সম্পাদক উত্তম ঘোষ জানান,সূর্য্য যেমন অন্ধকার নাশ করে বৈশাখ মাস তেমন পাপ সমূহ নাশ করে। শ্রীকৃষ্ণের কৃপা ও ভক্তদের মঙ্গল কামনায় প্রতি বছরের ন্যায় এবারও ভোগ মহোৎসবের আয়োজন করা হয়েছে। এই মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে সকল জীবের মঙ্গল বয়ে আসুক এটাই হোক এই অনুষ্ঠানের মূখ্য উদ্দেশ্য।  এই মাঙ্গলিক অনুষ্ঠানে উপস্থিত ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় ও আসন্ন ২১ মে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস মার্কা ভোট প্রার্থনা করেন,আদমদীঘি উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। এসময় উপস্থিত ছিলেন,সান্তাহার পৌর সভার ৫নং ওর্যাড কাউন্সিলর আলা উদ্দীন,৬নং ওর্যাড কাউন্সিলর  হুমায়ন কবির বাদশা পৌর আ’লীগের সাধারন সম্পাদক এসএম জাহিদুল বারী,উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা, পুজা উদযাপন পরিষদের নেতা ও রেলওয়ে মন্দিরের তত্বাবধায়ক সজল কুমার ঘোষ সহ আ’লীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ নের্তৃবৃন্দ। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত