আদমদীঘিতে ১৫শ’কৃষক পেলেন প্রনোদনার সার-বীজ

  মোঃ হেদায়েতুল ইসলাম (উজ্জল)

প্রকাশ: ২৪ মার্চ ২০২৩, ১৩:৩১ |  আপডেট  : ১ জানুয়ারি ২০২৫, ০২:৩৮

বগুড়ার আদমদীঘি উপজেলায় খরিফ-১/২০২৩-২৪ মৌসুমে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষে ১ হাজার জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক প্রত্যেকে বিনামূল্যে ৫কেজি আউশ ধানের বীজ,২০কেজি ডিএপি,১০কেজি এমওপি সার এবং ৫শ’ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক প্রত্যেকে ১ কেজি করে বিনামুল্যে প্রনোদনার সার ও পাট বীজ পেলেন। গতকাল বৃহস্প্রতিবার দুপুরে উপজেলা কৃষি অফিসে কৃষকদের মাঝে প্রনোদনার এসব সামগ্রী বিতরন করা হয়। এ লক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা,কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী,কৃষি সম্প্রসারন অফিসার দীপ্তি রানী,উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রেজা খান,কৃষি অফিসের এসএপিপিও সাইফুল ইসলাম,কৃষক প্রতিনিধি জালাল উদ্দীন প্রমুখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত