আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় সিএনজির যাত্রী নিহত

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি  

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৩২ |  আপডেট  : ৭ মে ২০২৪, ০৫:০৩

বগুড়ার আদমদীঘিতে দাঁড়িয়ে থাকা এক্সকেভেটর মেশিন বহনের ট্রাকের পিছনে ধাক্কা লেগে আছমা বিবি নামের এক সিএনজি যাত্রী নিহত হয়েছে। সোমবার সকালে উপজেলার সদর ইউনিয়নের শিবপুর নামক স্থানে ঘটনাটি ঘটে। আছমা বিবি বগুড়ার গাবতলী উপজেলার কাকইল গ্রামের টুকুর স্ত্রী।

জানা যায়, সোমবার সকালে সিএনজি যোগে বগুড়া উদ্দেশ্যে যাচ্ছিলেন আছমা বিবি ও তার ছেলে রাজু আহম্মেদ। উপজেলার বগুড়া-নওগাঁ মহাসড়কের শিবপুর নামক স্থানে দাড়িয়ে থাকা এক্সকেভেটর মেশিন বহনের ট্রাকের পিছনে সিএনজির ধাক্কা লেগে যাত্রীরা সড়কে ছিটকে পড়ে যায়। এতে করে গুরুতর আহত হয় আছমা বিবি। এসময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। এ ঘটনায় সিএনজি চালক মিঠুন ও যাত্রী রাজু আহম্মেদ আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত