আদমদীঘিতে স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলার সমাপনী

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৪৮ |  আপডেট  : ১ জানুয়ারি ২০২৫, ০৬:১৪

বগুড়ার আদমদীঘিতে স্থানীয় সরকার দিবস উপলক্ষে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে মেলার সমাপনী দিনে এক আলোচনা সভা মেলা চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস মাহমুদুর রহমান পিন্টু, কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল, প্রাণী সম্পদ অফিসার ডাঃ আমিরুল ইসলাম, প্রকৌশলী রিপন কুমার সাহা, প্রাথমিক শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত মশিউর রহমান, ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল হক মন্টু সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। মেলায় স্থাপিত ২১টি স্টলের মধ্যে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরা হয়। মেলায় প্রাথমিক শিক্ষা অফিসের সহায়তায় ৫জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। পরে মেলায় স্থাপিত স্টলের মধ্যে যৌথ ভাবে উপজেলা প্রকৌশলী ও প্রাথমিক শিক্ষা অফিসকে প্রথম পুরষ্কার, মৎস্য দপ্তর ও প্রাণী সম্পদ দপ্তরকে যৌথ ভাবে দ্বিতীয় পুরষ্কার এবং আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদ ও ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদকে যৌথ ভাবে তৃতীয় পুরষ্কার প্রদান করা হয়। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত