আদমদীঘিতে সাবেক ইউপি চেয়ারম্যান আচ্চুর মাতা আর নেই

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১৩ মার্চ ২০২৪, ১৯:০০ |  আপডেট  : ২৪ ডিসেম্বর ২০২৪, ২১:৩৪

বগুড়ার আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী শেখ রফি আহম্মেদ আচ্চুর মাতা লাইলা খাতুন ইন্তেকাল করেছে (ইন্নালিল্লাহি.......রাজেউন)। বুধবার সকাল আনুমানিক ৮টায় বার্ধক্যজনিত কারনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি চার ছেলে, চার মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহি রেখে যান। বুধবার বাদ আছর মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক গোড়স্থানে দাফন করা হয়। মরহুমার মৃত্যুতে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তার রুহের মাগফিরাত কামনা করেছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মুহিত তালুকদার, সাধারণ সম্পাদক আবু হাসান, সান্তাহার পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, সদর ইপি চেয়ারম্যান জিল্লুর রহমান, বিএনপি নেতা শাহিন হোসেন, এস. মাসুদ আহম্মেদ, মাফুজুল হক টিকন, সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদল।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত