আদমদীঘিতে শিক্ষকের মোটরসাইকেল চুরি
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৩, ১২:৪২ | আপডেট : ৪ জানুয়ারি ২০২৫, ২২:৪৬
বগুড়ার আদমদীঘিতে সুন্নাতে খাৎনার দাওয়াত খেতে গিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফিরোজ আহমেদের ডিসকোভার ১২৫সিসি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার দুপুর আড়াই টায় আদমদীঘি উপজেলার কেশরতা গ্রামে এই মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে।
বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের পাইকপাড়া গ্রামের বাসিন্দা এবং ছোটআখিড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফিরোজ আহমেদ জানায়, গতকাল শুক্রবার তিনি তার বগুড়া-হ-১৭-১৮৪৭ নম্বর ডিসকোভার ১২৫ সিসি কালো লাল রংয়ের মোটরসাইকেল যোগে কেশরতা গ্রামের হেদায়েতুল ইসলাম উজ্জলের বাড়িতে ছেলের সুন্নাতে খাৎনার দাওয়াত খেতে যান। বাড়ির পাশে মোটরসাইকেলটি রেখে খাওয়া দাওয়া শেষে ফিরে দেখেন তার মোটনাইকেলটি আর নেই।
এ ব্যাপারে আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, চোরাই মোটরসাইকেলটি উদ্ধারের তৎপরতা চলছে।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত