পিকআপ সহ গ্রেপ্তার-১
আদমদীঘিতে র্যাবের অভিযানে বিপুল পরিমান গাঁজা উদ্ধার
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৩, ১৮:৫৩ | আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ২১:২২
বগুড়ার আদমদীঘিতে র্যাব-১২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪ কেজি ৮শ’গ্রাম গাঁজা ও একটি পিকআপ ভ্যান,দু’মোবাইল ফোন সহ হেলাল উদ্দীন(৩৭)নামের এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে। গত সোমবার(২৪এপ্রিল) বিকেলে আদমদীঘি উপজেলা সদরের গো-হাট সংলগ্ন একটি ফুট কর্নার দোকোনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত হেলাল উদ্দীন ব্রাক্ষনবাড়িয়া জেলাল আখাউড়া থানার মনিঅন্ধ গ্রামের আহম্মদ হোসেনের ছেলে।
এ ঘটনায় আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। পুলিশ গ্রেপ্তারকৃত ওই মাদককারবারীকে আদমদীঘিতে পাঠিয়েছে। র্যাব-১২ এর স্কোয়াড কমান্ডার নজরুল ইসলাম জানান,গত সোমবার বিকেলে আদমদীঘি উপজেলা সদরের গো-হাট সংলগ্ন এ এফসি ফুট কর্নার এন্ড কপি শপ দোকানের সামনে এক ব্যক্তি পিকআপ এ করে বিপুল পরিমান গাঁজা নিয়ে এসে বিক্রির জন্য অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪ কেজি ৮শ’গ্রাম গাঁজা ও ঢাকা মেট্রো-ন-২১-৩৮০৯ নম্বর একটি পিকআপ ভ্যান,দু’টি মোবাইল ফোন সহ হোলাল উদ্দীন নামের এক মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত