আদমদীঘিতে রোপা আমন ধান চাষের লক্ষ্য মাত্রা নির্ধারণ

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ১৫ জুন ২০২২, ১৯:৪৬ |  আপডেট  : ৯ জানুয়ারি ২০২৫, ১৭:৫০

বগুড়ার আদমদীঘি উপজেলায় চলতি মৌসুমে ১২হাজার ১৮০ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর এতে ধান উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে ৩৬ হাজার ৫৪২ মেট্রিক টন। কৃষি বিভাগ আশক্সখা করছে সরকারি নিয়মনীতি উপেক্ষা করে ফসলি জমিতে বসতবাড়ী, পুকুর খনন, কলকারখানা  নির্মান করার কারনে গত বছরের তুলনায় চলতি মৌসুমে প্রায় ২শ’ হেক্টর জমির রোপা আমন কম হবার সম্ভাবনা রয়েছে। 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলা ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১২হাজার ১৮০ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। এর মধ্যে ১২ হাজার ১শ’ হেক্টর জমিতে উফসিজাত, ৫০ হেক্টর জমিতে হাইব্রিড জাত এবং ৩০ হেক্টর জমিতে স্থানীয় জাতের ধান চাষ করা হবে। এ জন্য কৃষকরা প্রায় ৬শ’ ১০ হেক্টর জমিতে বীজতলা তৈরী সহ বীজ রোপন শুরু করেছে। উপজেলার কেশরতা গ্রামের কৃষক আব্দুল লতিফ, কুসুম্বী গ্রামের আবুল হোসেন, বরিয়াবার্তা গ্রামের হাসান আলী, বশিকোড়া গ্রামের আব্দুস সালাম সহ অনেক কৃষকরা জানান, চলতি মৌসুমে আশানুরুপ বৃষ্টিপাত হওয়ায় ইতিমধ্যে তারা জমিতে হালচাষ শুরু করেছেন।
 
উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারীর সাথে বুধবার মুঠোফোনে কথা হলে তিনি জানান, চলতি আমন মৌসুমে আবহাওয়া অনুকুলে থাকলে ও স্থানীয় কৃষি অফিসের পরামর্শে কৃষকরা আবাদ করলে আশা করা যায় এবারও আমন আবাদ বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত