আদমদীঘিতে রাস্তার সিসি ঢালায় কাজের উদ্বোধন
প্রকাশ: ২০ মে ২০২২, ১৯:৩৮ | আপডেট : ৩ জানুয়ারি ২০২৫, ১৩:৩০
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার নতুন বাজার মহল্লায় বাঁশহাটির রাস্তার গাইড ওয়াল, ড্রেন ও রাস্তায় সিসি ঢালাই এর কাজের উদ্বোধন করা হয়। সকালে এই শুভ কাজের উদ্বোধন করেন সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু। এ সময় উপস্থিত ছিলেন ওই ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম, পৌর কার্য্য সহকারী রফিকুল ইসলাম, ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হালিম ওয়াটার ট্যেকনোলজির ঠিকাদার ওমর ফারুক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নতুন বাজার মহল্লার বাঁশহাটি রাস্তা থেকে আদর্শ পাড়া জামে মসজিদ পর্যন্ত ২'শ মিটার কাজের ব্যায় হবে ১৪ লাখ ১৮ হাজার ৪৫৫ টাকা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত