আদমদীঘিতে মোটর সাইকেল চালকের চোখে মরিচের গুড়া ছিটিয়ে লাখ টাকা ছিনতাই
প্রকাশ: ৬ মার্চ ২০২৩, ১২:৫৫ | আপডেট : ৮ জানুয়ারি ২০২৫, ১০:০৪
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার কলাবাগান এলাকায় প্রকাশ্যে দিনের বেলায় সাজু হোসেন(৩৮) নামের এক মোটর সাইকেল চালকের চোখে মরিচের গুড়া নিক্ষেপ ও পরে চাকু ধরে নগদ এক লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারিরা। রবিবার বিকেল পৌনে চারটা নাগাদ ছিনতাইয়ের এই ঘটনা ঘটে । সাজু হোসেন আদমদীঘি সদরের মুক্তা চালকলের ব্যবস্থাপক । ঘটনাটি তাৎক্ষনিক সান্তাহার পুলিশ ফাঁড়ির পুলিশকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে মিল মালিক আব্দুল মোত্তাকিন ।
চালকল ব্যবস্থাপকের অভিযোগে জানা গেছে, রবিবার আনুমানিক সাড়ে তিনটা নাগাদ উপজেলার সান্তাহার শহরের ইসলামী ব্যাংক শাখা থেকে তিনি এক লাখ টাকা উত্তোলন করে মোটর সাইকেলযোগে আদমদীঘি যাচ্ছিলেন । মোটরসাইকেলটি আশা পেট্রোল পাম্পের পূর্ব পাশে পৌছালে দুই ছিনতাইকারি মোটরসাইকেলে করে এসে তাঁর পথরোধ করে এবং দ্রুত চোখে মরিচের গুড়া ছিটিয়ে দেয় । পরে তাঁরা সাজু হোসেনের বুকে চাকু ধরে তাঁর ব্যাগে থাকা এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় । এ সময় সাজু চিৎকার শুরু করলে লোকজন ছুটে আসেএবং সাজুকে সুস্থ করেন । চালকল মালিক আব্দুল মোত্তাকিন জানান,বিষয়টি আদমদীঘি থানা ও সান্তাহার টাউন পুলিশকে অবহিত করা হয়েছে । সান্তাহার পুলিশ ফাঁড়ির টি এস আই (উপ- পরিদর্শক) রাকিব হোসেন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ছিনতাইকারিদের আটক করার জন্য তৎপরতা চলছে ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত