আদমদীঘিতে মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার এক

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১৫ মে ২০২২, ১৬:৩৯ |  আপডেট  : ৫ মে ২০২৪, ০৪:৫১

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ শরিফুল ইসলাম টুকু (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। গতকাল রোববার সকালে সান্তাহার পৌরসভার মালশন গ্রামস্থ আলাউদ্দিনের পুকুর পাড়ের সামনে সান্তাহার টু রানীনগর সড়কের উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শরিফুল ইসলাম টুকু ওই এলাকার মৃত রুস্তুম আলীর ছেলে। সান্তাহার শহর ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলামের তত্ববাবধানে উপ পরিদর্শক রকিব হাসানের নেতৃত্বে ফাঁড়ির সদস্যরা এই মাদক বিরোধী অভিযানটি পরিচালনা করেন। 

সান্তাহার পুলিশ ফাঁড়ির পরির্দশক আরিফুল ইসলাম বলেন, ওই দিন সকালে গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার পৌরসভার মালশন গ্রামের সামনে সান্তাহার-টু রানীনগর সড়কে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই দিন দুপুরে তার বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে বগুড়া আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত