আদমদীঘিতে মাতাল যুবকের তিন মাসের কারাদন্ড

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ৮ মার্চ ২০২৪, ১৯:১৮ |  আপডেট  : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৫:৫০

বগুড়ার আদমদীঘিতে রেলওয়ে ষ্টেশনের প্লাটফর্মে মদ খেয়ে মাতলামী অবস্থায় এক দোকানীকে মারপিট করার অভিযোগে আল আমিন বাঁধন(২৫) নামের এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫শ’টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কশিশনার (ভুমি) ফিরোজ হোসেন এ রায় দেন। 

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন এর ২নং প্লাটফর্মে শহরের ইর্য়াড কলোনীর বাসিন্দা জাহাঙ্গীর আলমের ছেলে আল আমিন বাঁধন মদ খেয়ে মাতলামী অবস্থায় এক দোকানীকে মারপিট করতে লাগে। এসময় রেলওয়ে পুলিশ মাতাল বাঁধনকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করলে ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন রাত সাড়ে ১০টায় আটক মাতাল আল আমিন বাঁধনের ৫শ’ টাকা জরিমানা ও তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। গতকাল শুক্রবার সাজাপ্রাপ্ত বাঁধনকে বগুড়া জেল হাজতে প্রেরন করা হয়েছে। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত