আদমদীঘিতে মাছ ব্যবসায়ীর মোটরসাইকেল চুরি

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৩১ |  আপডেট  : ৩০ নভেম্বর ২০২৪, ০২:৪৪

বগুড়ার আদমদীঘিতে আত্মীয়ের নামাজে জানাজায় গিয়ে আব্দুল কাইয়ুম নামের এক মাছ ব্যবসায়ীর মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলা সদরের কাশিমালা গ্রামে। এ ঘটনায় মোটরসাইকেল মালিক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। 

জানা যায়, উপজেলার কাশিমালা গ্রামের আয়না বিবি নামের এক মহিলা ইন্তেকাল করেন। আব্দুল কাইয়ুম ওই মৃত ব্যক্তির আত্নীয় হওয়ায় গত শুক্রবার বেলা ১১ টায় মরহুমার নামাজে জানাজায় অংশ গ্রহন করতে তার ব্যবহৃত মোটরসাইকেলটি জানাজার পাশে রেখে জানাজায় শরীক হন। এ সুযোগে চোর তার জয়পুরহাট-হ-১২-৪৭৫০ নম্বর ডিসকোভার-১২৫ সিসি মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। এ ঘটনার পূর্বে সান্তাহার রথবাড়ি থেকে ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবুর, ধামাইল মাদরাসার সুপার মাওঃ রহমতুল্লাহ এর বাসা থেকে এবং শিক্ষক মনিরুজ্জামানের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। ইতিমধ্যে পুলিশ সম্প্রতি শিক্ষক মনিরুজ্জামানের মোরটরসাইকেল উদ্ধার সহ তিন চোরকে গ্রেফতার করলেও অপর চুরি যাওয়া মোটরসাইকেল গুলো উদ্ধার কিংবা কাউকে শনাক্ত করতে পারেনি। 

এদিকে পরপর বেশ কয়েকটি চুরির ঘটনায় মোটরসাইকেল মালিকদের মাঝে আতংক বিরাজ করছে। থানার অফিসার ইনর্চাজ জালাল উদ্দীন জানান, পুলিশ জোড়গতিতে তদন্ত চালাচ্ছে। তদন্তের মাধ্যমে চোরদের শনাক্ত করে মোটরসাইকেল উদ্ধার সহ তাদের গ্রেফতার করা হবে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত