আদমদীঘিতে মধ্যযুগীয় কায়দায় স্ত্রীকে নির্যাতন 

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ২২ মার্চ ২০২২, ১৮:৫৭ |  আপডেট  : ৯ জানুয়ারি ২০২৫, ১৩:৫৩

বগুড়ার আদমদীঘিতে এক পাষন্ড স্বামী মধ্যযুগীয় কায়দায় দুই সন্তানের জননী স্ত্রী নাছিমা বিবিকে নির্যাতন চালিয়ে গুরুত্বর জখম করেছে। প্রতিবেশীরা নির্যাতিত ওই গৃহবধূ নাছিমা বিবিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়েছে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। 

জানা যায়, আদমদীঘি উপজেলার নশরতপুর ইউনিয়নের বিনসাড়া গ্রামের মেহের আলীর ছেলে আক্কাস আলীর সাথে পার্শ্ববর্তী দুপচাঁচিয়া উপজেলার বেলাহালী গ্রামের ওয়াহেদ আলীর মেয়ে নাছিমা বিবির প্রায় ২০/২১ বছর পূর্বে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের দুই সন্তানও রয়েছে। এদিকে প্রায় চার বছর পূর্বে আক্কাস আলী তার প্রথম স্ত্রী থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করে। দ্বিতীয় বিয়ের পর থেকে প্রায়ই পাষন্ড স্বামী আক্কাস আলী তার প্রথম স্ত্রী নাছিমা বিবিকে শারিরীক নির্যাতন চালিয়ে আসছিল। গত সোমবার সন্ধ্যার পর আবারও নাছিমা বিবিকে ঘরের দরজা বন্ধ করে লাঠি দিয়ে বেদম মারপিট করে শরীরের বিভিন্ন গুরুত্ব জখম করে। পরে প্রতিবেশীরা টেরপেয়ে গৃহবধূ নাছিমাকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করায়। 

এঘটনায় নির্যাতিত নাছিমা বিবির  বাবা মঙ্গলবার আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। থানার অফিসার ইনর্চাজ জালাল উদ্দীন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত