আদমদীঘিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিবরণ অনুষ্ঠিত
প্রকাশ: ৯ মার্চ ২০২৪, ১৯:২৭ | আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ১৯:০৩
বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের আল নাহার কিন্ডার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এ লক্ষে শনিবার দুপুরে আল নাহার কিন্ডার গার্টেন স্কুল প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ৩৮, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের মাননীয় সংসদ সদস্য খাঁন মুহাম্মদ সাইফুল্লাহ্ আল মেহেদী বাঁধন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম, রহিম কলেজের প্রভাষক আব্দুল মান্নান, আদমদীঘি সদর ইউনিয়ন আ’লীগের প্রচার সম্পাদক তোফাজ্জল হোসেন, আলনাহার কিন্ডার গার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব কামাল হোসেন, প্রধান শিক্ষিকা খায়রুন নাহার, সহকারি শিক্ষকবৃন্দ ও অভিভাবকগণ। শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত