আদমদীঘিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবের জন্মবার্ষিকী পালিত
প্রকাশ: ৮ আগস্ট ২০২২, ১৯:৩৮ | আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ২৩:৪৯
“মহীয়সী বঙ্গমাতার চেতনা অদম্য বাংলাদেশের প্রেরণা”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব এঁর ৯২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি পালন কল্পে সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গমাতার প্রতিকৃতিত্বে মাল্যদান ও পঁচাত্তরের ১৫আগষ্ঠ বঙ্গবন্ধু শেখ মুজিব সহ তার পরিবারের সকল শাহাদত বরণকারীদের আত্নার মাগফেরাত কামনা করে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
এরপর উপজেলা হলরুমে সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসার শ্রাবনী রায়ের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী,মৎস্য অফিসার সুজয় পাল, মহিলা বিষয়ক কর্মকর্তা বরন কুমার, ওসি রেজাউল করিম রেজা,উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রেজা খান,বিআরডিবি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু,উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল হক মুন্টু প্রমূখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত