আদমদীঘিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ  ফাইনাল ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ১৬ জুন ২০২২, ১৯:৩৮ |  আপডেট  : ১১ জানুয়ারি ২০২৫, ০০:৫৩

বগুড়ার আদমদীঘিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইউনিয়ন পর্যায়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকালে উপজেলার ছাতিয়ানগ্রাম হাইস্কুল মাঠে ইউনিয়ন পর্যায়ের এই ফাইনাল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে বালক দলে চ্যাম্পিয়ন হয়েছে ছাতিয়ানগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রানার্স আপ হয়েছেন কৈকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। 


বালিকা দলে চ্যাম্পিয়ন হয়েছে শালগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রানার্স আপ হয়েছেন বড়আখিড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু। এ সময় উপস্থিত ছিলেন ছাতিয়ানগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা বেগম, শালগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক কামরুল হাসান আহমেদ, বড়আখিড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক এমামুল হক প্রমূখ। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত