আদমদীঘিতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে মোবাইল থেরাপী ক্যাম্পেইন
প্রকাশ: ১৫ মার্চ ২০২২, ১৯:৩৮ | আপডেট : ৩ জানুয়ারি ২০২৫, ১৩:২৭
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন মোবাইল থেরাপী সেবা দুই দিন ব্যাপী ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার উদ্বোধনী দিনে বগুড়ার আদমদীঘি অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের ৭০ জন শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে থেরাপী সেবা দেয়া হয়।
প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র বগুড়ার আয়োজনে শিক্ষার্থীদের থেরাপী সেবা প্রদান করেন বগুড়ার প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ডাঃ মর্জিনা আক্তার, ক্লিনিক্যাল ফিজিও থেরাপী ডাঃ ইলফাত-ই-কাওনাইন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও অটিস্টিক- বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু, আদমদীঘি অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা বেগম চাঁপা সহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীবৃন্দ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত