আদমদীঘিতে নেশা জাতীয় ট্যাবলেট সহ ফার্মেসীর মালিক গ্রেফতার  

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২২, ১৪:৫৯ |  আপডেট  : ৮ জানুয়ারি ২০২৫, ১২:৫৭

ঔষধ ব্যবসার আড়ালে রমরমা মাদক ব্যবসা চালিয়ে গেলেও রক্ষা পেলো না তাছিন ফার্মেসীর মালিক রাকিবুল ইসলাম রাকিব। অবশেষে ধরা খেলো পুলিশের হাতে। বৃহস্প্রতিবার রাতে আদমদীঘি থানা পুলিশ উপজেলা সান্তাহার সোনার বাংলা মার্কেট সংলগ্ন তাছির ফার্মেসীর মালিকের বাসার অভিযান চালিয়ে ৫শ’পিচ নেশা জাতীয় টেপেন্টাডল ট্যাবলেট উদ্ধার সহ ঔষধ ব্যবসায়ী রাকিবুল ইসলাম রাকিব(৩৮)কে গ্রেফতার করে। এঘটনায় থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। 

পুলিশজানায়, উপজেলার ছাতনী গ্রামের আমিনুল হকের ছেলে ও সান্তাহার তাছিন ফার্মেসীর মালিক ঔষধ ব্যবসায়ী রাকিবুল ইসলাম রাকিব সান্তাহার চা-বাগান এলাকায় বসবাস করে ঔষধ ব্যবসার আড়ালে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা চালিয়ে আসছে।গত ১৫ জুলাই সন্ধ্যার পর সান্তাহার চা-বাগান এলাকায় রাকিবুল ইসলাম রাকিবের বাসার সামনে নেশা জাতীয় টেপেন্টাডল বেচাকেনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে রাকিবকে ঘঠনাস্থল থেকে গ্রেফতার করে তার পরিহিত লুঙ্গির ভাজ থেকে ৪০ পিচ নেশা জাতীয় টেপেন্টাডল উদ্ধার করে এবং তাকে জিজ্ঞাসাবাদের পর তার বাসার শয়ন ঘরের আলমারীর ড্রয়ার থেকে আরো ৪৬০ পিচ টেপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। 

আদমদীঘি থানার এস আই প্রদীপ কুমার বলেন, এঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীকে শনিবার আদালতে প্রেরন করা হয়েছে।  

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত