আদমদীঘিতে নেশার এ্যাম্পল ও চোরাই স্বর্ণ সহ গ্রেপ্তার-৪

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ৩১ আগস্ট ২০২২, ২০:১৬ |  আপডেট  : ৩ জানুয়ারি ২০২৫, ১৩:২৬

বগুড়ার আদমদীঘি থানা পুলিশ ও সান্তাহার রেলওয়ে পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে নেশার এ্যাম্পল ও চোরাই স্বর্ণ সহ ৪ জনকে গ্রেপ্তার করেছে। এব্যাপারে আদমদীঘি থানায় ও সান্তাহার রেলওয়ে থানায় পৃথক পৃথক মামলা হয়েছে। 

জানাযায়, থানা পুলিশ মাদক বিরোধী এক অভিযান চালিয়ে ৪৫ পিচ নেশার এ্যাম্পল সহ উপজেলা সান্তাহার ঈদগাহ মাঠ এলাকা থেকে মঙ্গলবার রাতে সাতাহার এলাকার বাসিন্দা সালাউল্লা মন্ডলের ছেলে সুমন মন্ডলকে গ্রেপ্তার করে। এঘটনায় থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। অপরদিকে মঙ্গলবার সন্ধ্যার পর সান্তাহার রেলওয়ে পুলিশ পৃথক অভিযান চালিয়ে চোরাই স্বর্ণ ও ২১ পিচ এ্যাম্পল সহ তিন জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো, নওগাঁ জেলার আত্রাই উপজেলার ভর তেতুলিয়া গ্রামের বাবু মিয়ার ছেলে জীবন হোসেন[২৪] এবং সদর উপজেলার আরজি নওগাঁ এলাকার মৃত আলমের ছেলে আরিফ হোসেন [২৫] ও একই এলাকার সাহাজুল শেখের ছেলে মিলন শেখ (২৬)। সান্তাহার রেলওয়ে থানার ওসি সাকিউল আযম জানান, প গড় থেকে ছেড়ে আসা বাংলাবান্ধা এ·প্রেস ট্রেনে একজন মাদক বিক্রির উদ্দেশ্যে বহন করছে। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার  সন্ধ্যার পর ওই ট্রেনের সামনে অবস্থান নিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। পরে স্টেশনের তিন নম্বর প্লাটফ¤্ররে আরএনবি অফিসের সামনে থেকে জীবন হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে চোরাই এক ভরি দুই রতি বিভিন্ন ধরনের গহণা যার আনুমানিক মূল্য সত্তর হাজার টাকা ও ৯ পিস নেশা জাতীয় এ্যাম্পুল ইনজেকশন উদ্ধার করা হয়। এছাড়াও   চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী তিতুমীর এক্্রপ্রেস ট্রেনে দুই জন মাদক বহন করছিল জানতে পেরে অবস্থান নিলে তারাও দৌঁড়ে পালানোর চেষ্টা করে। পরে তাদেরকে প্লাটফ¤্ররে উপর বুকিং অফিসের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় আরিফের কাছ থেকে ৬ পিস ও মিলন শেখের কাছ থেকে ৬ পিস  নেশা জাতীয় এ্যাম্পুল ইনজেকশন উদ্ধার করা হয়।  এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানায় তাদের  বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বুধবার গ্রেপ্তারকৃতদের বগুড়া আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো  হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত