আদমদীঘিতে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ২৫ জুন ২০২১, ২০:২৩ |  আপডেট  : ৬ মে ২০২৫, ০৩:১২

বগুড়ার আদমদীঘিতে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন পুলিশ। এঘটনায় এসআই প্রদীপ কুমার বর্মন বাদী হয়ে মাদকদ্রব্য আইনে থানায় মামলা দায়ের করেছেন।

পুলিশ জানায়, উপজেলার সান্তাহার কলসা এলাকার মাদক ব্যবসায়ী দেলোয়ার হোসেনের ছেলে আকাশ (২৬) ও সিরাজের ছেলে হৃদয় শেখ (২৩) কে গত বৃহস্পতিবার রাতে ইয়াবা বিক্রয় করার সময় থানা পুলিশ উপজেলার সন্তাহার মাইক্রোবাস ষ্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করেন। গ্রেফতারের সময় তাদের দেহ তল্লাশী করে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। এব্যাপারে থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন বলেন, মাদকদ্রব্য উদ্ধার সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার এবং তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে দায়ের হয়েছে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত