আদমদীঘিতে দুই প্রতিষ্ঠানের ৭০ হাজার টাকা  জরিমানা

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ৯ নভেম্বর ২০২১, ১৮:২৬ |  আপডেট  : ১৭ নভেম্বর ২০২৪, ০৬:০২

বগুড়ার আদমদীঘিতে পন্যে পাটজাত মোড়ক ব্যবহার না করার অপরাধে দুই অটো রাইস মিলের ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও এ·িকিউটিভ ম্যাজিষ্ট্রেট শ্রাবণী রায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই জরিমানা আদায় করেন। 

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, ভ্রাম্যমান আদালতের টিম নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে উপজেলার  সান্তাহার কলাবাগান এলাকায় ভ্রাম্যমান অভিযান চালানো হয়। এসময় মের্সাস রহমান এন্ড সন্সে পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করার অপরাধে মালিকের ৩০ হাজার টাকা এবং বৈশাখী অটো রাইস মিলে পন্যে পাটজাত মোড়ক ব্যবহার না করার অপরাধে মালিকের ৪০ হাজার টাকা জরিনামা আদায় করা হয়। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত