আদমদীঘিতে ট্রেন থেকে ১ কেজি ৮ গ্রাম হেরোইন উদ্ধার
প্রকাশ: ৬ মার্চ ২০২৪, ১৮:৩৮ | আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ২১:০৮
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেন থেকে মালিক বিহীন ১ কেজি ৮ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। গতকাল বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজিবি ১৬-এর অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ সাদিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকালে সান্তাহার স্টেশনে অভিযান চালানো হয়। এ সময় রূপসা ট্রেনের ভিতর থেকে ১ কেজি ৮ গ্রাম হেরোইন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় ৷
এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন হেরোইন উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় রেলওয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত