আদমদীঘিতে ট্রেনে কাটা পড়লো পথচারী

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুলাই ২০২২, ১৫:৪৫ |  আপডেট  : ৮ জানুয়ারি ২০২৬, ১১:৩৬

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে থানা এলাকায় রেলপথ দিয়ে হেঁটে যেতে ট্রেনে কাটা পড়ে মাহফুজ হোসেন লাল (৩০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। রোববার সকালে নিহতের পরিবারে মৃতদেহ হস্তান্তর করেছে পুলিশ। নিহত মাহফুজ হোসেন নাটোর জেলার লেঙ্গগুরিয়া বিহারীপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে। 

জানা যায়, গত শনিবার সন্ধ্যায় তেবাড়িয়া রেল গেইট থেকে সময় স্বল্পতার জন্য রেলপথ দিয়ে হেঁটে স্টেশন বাজারে যাচ্ছিলেন মাহফুজ হোসেন লাল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী রংপুর এ·প্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান তিনি। 

এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাকিউল আযম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। আইনের নীতিমালা শেষে পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত