আদমদীঘিতে ট্রান্সফরমার চুরি

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১৪ মে ২০২৪, ১৯:১৫ |  আপডেট  : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৯

বগুড়ার আদমদীঘি উপজেলার দড়িয়াপুর গ্রামের মাঠ থেকে গভীর নলকুপের তিনটি ট্রান্সফরমার চুরি হয়েছে। মঙ্গলবার (১৪ মে) ভোর রাতের কোন এক সময় এই চুরির ঘটনা ঘটেছে। এই বিষয়ে ভুক্তভোগীদের প¶ থেকে পল্লী বিদ্যুৎ রাণীনগর অফিসে একটি অভিযোগ প্রদান করা হয়েছে। চুরির ঘটনা নতুন করে উপজেলাবাসীর মাঝে আতঙ্কের সৃষ্টি করেছে।

দড়িয়াপুর গ্রামের মৃত-গমীর উদ্দিনের ছেলে সোলায়মান আলী বলেন, আমার বাড়ির অদূরে দড়িয়াপুর গ্রামের মাঠে একটি গভীর নলকুপ আছে। ইরি-বোরো মৌসুম স¤প্রতি শেষ হয়েছে। শুরু হয়েছে ধান কাটার মৌসুম। ফলে এখন মাঠ অনেকটাই ফাঁকা। এমতাবস্থায় ট্রান্সফরমার ও মিটার খুলে নিতে বিদ্যুৎ অফিসকে জানানোর আগেই মঙ্গলবার ভোর রাতের কোন এক সময় চোরেরা সরকারি পলে থাকা ৩টি ট্রান্সফরমারের ভিতরের তার চুরি করে নিয়ে গেছে। এতে করে কয়েক লাখ টাকার ¶তি হয়েছে। বিষয়টি রাণীনগর উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসকে অবগত করার পর সংশ্লিষ্ট লোকেরা এসে ঘটনাস্থল পরিদর্শন করে গেছে এবং একটি লিখিত অভিযোগও প্রদান করেছি।

এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেস কুমার চক্রবর্ত্তি মুঠোফোনে জানান, ট্রান্সফরমার চুরির বিষয়টি এখন পর্যন্ত আমাকে কেউ জানায়নি।  

নওগাঁ পবিস-১ রাণীনগর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো: আকিয়াব হোসেন মুঠোফোনে জানান, গ্রামটি আদমদীঘি উপজেলার মধ্যে হলেও বৈদ্যুতিক এলাকাটি আমার অফিসের আওতায়। চুরির বিষয়টি এখন পর্যন্ত আমি জানি না। তবে যদি ট্রান্সফরমারগুলো গ্রাহক কর্তৃক ক্রয় করা হয় তাহলে প্রথমে থানায় একটি অভিযোগ দিতে হবে এবং পরবর্তি ট্রান্সফরমার নেওয়ার জন্য টাকা জমা দিতে হবে।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত