আদমদীঘিতে ট্রাক্টর চুরি নওগাঁর মান্দায় উদ্ধার

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৩, ১৯:১৩ |  আপডেট  : ১ জানুয়ারি ২০২৫, ০৪:৫৬

থানায় অভিযোগের মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে বগুড়ার আদমদীঘি থেকে চুরি যাওয়া ট্রাক্টরটি  নওগাঁর মান্দা থেকে উদ্ধার সহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- পিকআপ চালক রংপুরের সদ্যপুস্করাণী গ্রামের মৃত ফয়জের আলীর ছেলে বেলাল হোসেন [২৫], হেলপার নওগাঁর দুবলহাটির গোলাম রাব্বানীর ছেলে শাকিল হোসেন [২৫] ও নওগাঁ সদররের গোয়ালী উত্তরপাড়ার মৃত কফিল উদ্দীন মোল­ার ছেলে মোয়াজ্জিম হোসেন মোল্লা [৩৭]। বুধবার দুপুরে পিকআপটি জব্দ ও গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানাগেছে, বগুড়ার দুপচাঁচিয়ার কাশিয়াকুড়ি গ্রামের ছাদেক আলীর ছেলে মিলন হোসেন তার ট্রাক্টরটি চালানোর জন্য আদমদীঘির ইসবপুর গ্রামের সাদ্দাম হোসেনকে ড্রাইভার হিসেবে নিয়োগ দেন। গত তিন বছর ধরে সাদ্দাম ওই ট্রাক্টর দিয়ে ইট ভাটায় ভাড়ার কাজ শেষে তার বাড়ির সামনে পাকা রাস্তার পার্শ্বে রাখতেন। সে অনুযায়ী গত রবিবার দুপুর ৩টায় ওই স্থানে ট্রাক্টরটি রেখে চলে যান। পরের দিন সোমবার রাত ৩টায় ঘটনাস্থলে এসে সাদ্দাম ট্রাক্টরটি দেখতে না পেয়ে মিলন হোসেনকে বিষয়টি জানান। ট্রাক্টর মালিক মিলন মঙ্গলবার থানায় একটি অভিযোগ করেন। সেই অভিযোগের সূত্র ধরে আদমদীঘি থানা পুলিশের একটি টিম বুধবার ভোর ৪টার দিকে নওগাঁর মান্দা উপজেলার দাউইল গ্রাম এবং গোপালপুর বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।  

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, পিকআপে রাখা ট্রাক্টরের ইঞ্জিন এবং ট্রাক্টরের ইঞ্জিনের খন্ড খন্ড করে কিছু ভাঙা অংশ কয়েকটি ভাঙারি দোকান থেকে উদ্ধার করা হয়। এসময় চোরাই মালবহনকারি পিকআপটি জব্দসহ আসামীদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত